Saturday, December 8, 2007

[ Noakhali Online Group ] Type save and Send it to 5455 Number for SIDR VICTIMS

গতকাল ছিল ৭ই ডিসেম্বর, নোয়াখালী মুক্তি দিবস।
 
সময়টা দেরি হয়ে গেলে ও আমি শ্রদ্ধার সাথে স্মরন করি আমার জেলার সকল বীর শহিদ সহ সকল মুক্তিযোদ্ধাকে
 
আজ আমরা আরক যুদ্ধে লিপ্ত।
 
জীবন সংগ্রামে "সিডর" এর মত দানবের আঘাত থেকে আরেকবার উঠে দাড়নোর যুদ্ধে।
 
সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাই, তাদের শক্তহাতে পরিশ্রমে বড় মহামারি আকারে রোগ-বালাই এবার আমাদের স্পর্শ করতে পারেনি।
 
সাথে সমবেদনা না যানিয়ে আমরা, আমাদের গ্রুপের সকল সদস্য প্রত্যেক সাবলম্বি বন্ধু নিজের সামর্থ অনুযায়ী সাহায্য করার প্রতিজ্ঞা বদ্দ হই সবাই।
 
এই বিষযে একটা তথ্য দিয়ে রাখি, আপনার একটি এস.এম.এস. যাতে মাত্র যাবে ২ টাকা তার বদলে ৩৫ টাকার ত্রান পৌছে দেবে আওয়াজ ডট কম ( http://www.aawaj.com ) এর সাহায্যে সাম হ্যার ইন ব্লগ ( http://www.somewhereinblog.net/  )
 
আপনার ২ টাকা ক্ষতিগ্রস্থদের কাছে পৌছাবে ৩৫টাকার ত্রান।
 
 
এস.এম.এস.  save  এবং এটা পাঠিয়ে দিন 5455 নম্বরে।
 
সর্বশেষ কথা, গতকাল এটিএন বাংলা চ্যানেল এ "সু-প্রশাসনের জন্যে নাগরিক - সুপ্র" ( http://www.supro.org ) নামক একটি সংগঠনের গবেষনা রিপোর্ট সহ মার্কিনদের কাছে ৩০০ কোটি ডলারের ক্ষতিপূরন দাবি করে। তারা জানান যে কার্বন নিষ্শকাশনের ৪০ ভাগ করে থাকে আমেরিকা, ৪০ ভাগ করে ইউরোপ এবং  বাকি মাত্র ২০ভাগ করে অন্য দেশ গুলো। এই কার্বন নিষ্শকাশনের কারনে ই এই সকল প্রাকৃতিক বিপর্যয় সমূহ। তাই বাংলাদেশের ৩০০ কোটি ডলার ক্ষতির ক্ষতিপূরন এই মার্কিনিদের ই দিতে হবে। আমরা ত্রান চাই না আমরা আমাদের অধিকার চাই এবং এই ৩০০ কোটি ডলার ক্ষতিপূরন আমাদের আধিকার।

__._,_.___
<*> To visit our associated site, go to:
    http://www.DeshiHost.com/

<*> To visit our associated e-news portal, go to:
    http://www.loksangbad.com/

Recent Activity
Visit Your Group
Y! Messenger

Group get-together

Host a free online

conference on IM.

Yahoo! Groups

Real Food Group

Share recipes

and favorite meals.

Women of Curves

on Yahoo! Groups

see how women are

changing their lives.

.

__,_._,___