Monday, June 1, 2009

[ Noakhali Online Group ] নোয়াখালী উপকুলে ৩০ জনের মৃত্যু : ৫ হাজার পরিবার গৃহহারা



ঘূণিঝড় আইলার প্রভাবে নোয়াখালী উপকূল এখন এক স্তব্দ জনপদে পরিণত হয়েছে। চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন। মঙ্গলবার বিকাল পর্যন্ত দ্বীপ উপজেলা হাতিয়ার উপকূলীয় চরাঞ্চলে কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাà¦"য়া গেছে। যাদের বেশিরভাগই শিশু। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে শতাধিক। জোয়ারের তোড়ে ঘর ভেসে এবং বিধ্বস্থ হয়ে গৃহহারা হয়েছে অন্তত ৫ হাজার পরিবার। ভেসে গেছে সহস্রাধিক গরু-ছাগল। সরকারি হিসাবে এরিপোর্ট লিখা পর্যন্ত (মঙ্গলবার রাত সাড়ে ১০ টা) ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেà¦" এ সংখ্যা আরো বাড়ার আশংকা করছে হাতিয়া উপজেলা প্রশাসন।
এদিকে গতকাল মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের কোন কর্মকর্তাকে দেখা যায়নি বয়ারচরেà¦"। সবচেয়ে তিগ্রস্থ কেরিংচর, চরবাশার এবং নিঝুম দ্বীপে যায়নি কোন সরকারি কর্মকর্তা। বিকাল সাড়ে ৩টায় চরে যান জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিপক চক্রবতী। এর আগে পুলিশ প্রশাসন থেকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বয়ারচর যান।এনিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেà¦" জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ১০ টন চাউল আর নগদ ২০ হাজার টাকা।

নোয়াখালী উপকুলে ৩০ জনের মৃত্যু : ৫ হাজার পরিবার গৃহহারা
 

__._,_.___
<*> To visit our associated site, go to:
    http://www.DeshiHost.com/

<*> To visit our associated community portal go to:
    http://www.Noakhali.org/

Recent Activity
Visit Your Group
Give Back

Yahoo! for Good

Get inspired

by a good cause.

Y! Toolbar

Get it Free!

easy 1-click access

to your groups.

Yahoo! Groups

Start a group

in 3 easy steps.

Connect with others.

.

__,_._,___